রাত পোহালেই ডাকসু নির্বাচন


আজ রাত পোহালেই আগামীকাল সোমবার, ১১ মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিকতা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গ্রহন। ভোট দিতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের পরিচয়পত্র না থাকলেও ভোট দিতে পারবেন, তবে ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে । দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নির্বাচনের ভোট কেন্দ্র করা হয়েছে আবাসিক হলগুলোতে। এতে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা অনেকেই ভোট দিতে আসবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলো। বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, একজন ভোটারও যদি ভোট দিতে এসে ফেরত যায় তবে তা হবে প্রশাসনের ব্যর্থতা।
এবারের ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রগতিশীল ছাত্র ঐক্যের প্যানেলে। এই পরিষদে ভিপি পদে লড়বেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী। গতকাল এক ভিডিওবার্তায় তিনি বলেন, এই ফাগুনে প্রগতিশীল ছাত্র ঐক্যকে ভোট দিয়ে জেতালে, ক্যাম্পাস জিতবে। স্বপ্ন আর সম্ভাবনা ক্যাম্পাসে হাত ধরাধরি করে হাঁটবে।

এরশাদের ছাত্র সমাজকে বামজোটের ধাওয়া
এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে প্রগতিশীল ছাত্র ঐক্যের নেতা কর্মীরা। এরশাদের স্বৈরশাসন পতনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ।

আরও পড়ুন গণতন্ত্রে পৌঁছানোর পথ ছাত্র সংসদ

Comments