বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অমৃত লাল কলেজ সংদের আহ্বায়ক আশা দাস'র উপরে বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের আহ্বানে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্পা দাস'র সভাপতিত্বে বরিশাল অশ্বিনী কুমার হল চত্ত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সংগ্রামী সভাপতি এড এ.কে. আজদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সংগ্রামী সভাপতি রেজাউল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তুষার সেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল কলেজ সংসদের সভাপতি আলী মোর্তজা সাকিব, ছাত্র নেতা রাহুল দাস, আসমা আক্তার প্রমুখ। সভার সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল বিএম কলেজ সংসদের আহ্বায়ক কিশোর কুমার বালা।
সভায় বক্তারা আশা দাস'র উপরে এহেন ন্যাক্কারজনক হামলা তীব্র নিন্দা ও হামালাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এমন ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে প্রশাসন ও সরকারের কাছে সেই দাবি করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় পরীক্ষায় অংশগ্রহণের উদ্দ্যেশ্যে কলেজে যাওয়ার পথে বরিশালের এ.কে ইন্সটিটিউটের সামনে সোহাগ হাওলাদার নামে এক মাদকসেবী সন্ত্রাসী আশা দাসকে মারধর করে । সোহাগ হাওলাদার প্রায় একবছর ধরে আশা দাসকে উত্যক্ত করে আসছিল। বর্তমানে সোহাগ হাওলাদার পুলিশ হেফাজতে রয়েছে । আশা দাস বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোহাগ হাওলাদারের বিরুদ্ধে মামলা
ছাত্র নেতা আশা দাস'র ওপর হামলার ঘটনায় আশা দাস'র বোন, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক সম্পা দাস বাদী হয়ে সোমবার রাতে কোতোয়লী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Comments
Post a Comment