১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে, আগামীর বাংলাদেশের যোগ্য নেতৃত্ব তৈরি করতে ছাত্র সংসদের বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় বিগত ২৮ বছরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এবারের নির্বাচন তাই সারাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা আশা করব সামনের দিনে এবং অতি শিঘ্রীই সরকারি বরিশাল কলেজ সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার লড়াই সংগ্রামের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে লড়াই দীর্ঘদিন জারি রেখেছে, এবং সামনের দিনে কঠোর কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজনে আদায় করে নেবে।
গত ২৫ ফেব্রুয়ারি ফাগুনের বৃষ্টির দিনে, না ফেরার দেশে চলে গেলেন বরিশালের অহংকার, সর্বজন শ্রদ্ধেয় একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। দীর্ঘদিন বাম রাজনীতির সাথে যুক্ত থাকায় ছাত্র ইউনিয়নের সাথে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। তাঁর মৃত্যুতে ছাত্র ইউনিয়ন পরিবার গভীরভাবে শোকাহত। একজন নিখিল সেনের শূন্যতা পূরন হওয়ার নয়। বরিশালের বাম রাজনীতি, সাংস্কৃতিক অঙ্গন জুড়ে নিখিল সেন যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবেন। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
গত এপ্রিলে আমরা ‘পুরাণের পাখিরা’ শিরোনামে সমাজপ্রগতির লড়াইয়ে বিভিন্ন শহীদের স্মরণে লেখা প্রকাশ করা শুরু করেছিলাম। এ সংখ্যা থেকে আমরা আবারও এই সিরিজ শুরু করলাম। এ সংখ্যায় আমরা প্রকাশ করলাম পীরেন স্নালকে নিয়ে একটি প্রবন্ধ, যা ইতোমধ্যে আমাদের ব্লগে প্রকাশিত হয়েছে। চলতি সংখ্যা থেকে দর্পণ সাপ্তাহিক পত্রিকা আকারে প্রতি রবিবারে বেরোচ্ছে। আমরা যে অবস্থা দিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে এতদূর পর্যন্ত আসার পেছনে আমাদের যে পাঠক, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের অবদান আছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা। ইতোমধ্যে আমরা পার করে ফেলেছি প্রকাশনার এক বছর। গত এক বছরে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সামনের দিনেও থাকবেন এই প্রত্যাশা করি। আপনাদের সাথে নিয়ে আমরা যেতে চাই যোজন দূর।

Comments
Post a Comment