৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন


একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। গত ৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ২৩ ডিসেম্বর, রবিবার ভোট গ্রহণ করা হবে বলে জানান তিনি। পরে তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর নেয়া হয়।
ঘোষিত তফসিলে প্রথমে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রাখা হয়েছিল ১৯ নভেম্বর, সোমবার।পরে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নেয়া হয় ২৮ নভেম্বর,  বুধবার। অন্যান্য তারিখ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষিত হয়নি।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এ বছর ৪১ হাজার ১৯৯ টি কেন্দ্রে ২ লাখ ৬ হাজার ৫৪০ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। কয়েকটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে হলে যেকোন রাজনৈতিক দলের নিবন্ধন থাকা বাধ্যতামূলক। সেই হিসেবে এবারের নির্বাচনে ৩৯ টি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়তে ইসলামী ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এ নির্বাচনে প্রার্থী দেয়ার সুযোগ পাচ্ছেনা।
এবারের নির্বাচনের বাজেট ধরা হয়েছে ৭০২ কোটি টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ৩০০ কোটি টাকা, আর আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ব্যয় হবে ৪০০ কোটি টাকার কাছাকাছি।

Comments