দেশের জন্য
মোঃ তানজিল
দেশের জন্য কাঁদছে যারা, ভাবছে তারা অন্য ;
আমরা শুধু কেঁদে যাচ্ছি, নিজের স্বার্থের জন্য । সত্যিকারের মানুষ ,যারা- দেশের জন্য কাঁদে ;
আমরা শুধু বসে বসে,
ফেলছি তাদের ফাঁদে ।
অন্ন করছি নষ্ট আমরা,
পণ্য করছি নষ্ট ;
প্রাণ দিতে পারলাম না, দেশের জন্য ; এই আমাদের কষ্ট ।
যুদ্ধ করেছে কত মানুষ, ভুলিনি আমরা তাদের ;
নয় মাস ধরে যুদ্ধ করে, স্বাধীন করেছে আমাদের । সর্বকালের শ্রেষ্ঠ তাঁরা, স্যালুট জানাই প্রতিজনে ; যতদিন রবে দেশ, যতদিন রবে জাতি- কি করে ভুলি?
থাকবে তাঁরা সবার মনে ।
মোঃ তানজিল
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার - ৪র্থ বর্ষ) প্রতিষ্ঠানঃ বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

Comments
Post a Comment