ছাত্র ইউনিয়ন এর মশাল মিছিলে পুলিশের বাঁধা দেয়ার প্রতিবাদে বিবৃতি

ছাত্র ইউনিয়ন মশাল মিছিল বের করতে চাইলে আজ পুলিশ বাঁধা দেয়

'নিরাপদ সড়ক চাই' দাবীতে সারাদেশে চলমান সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে বরিশাল জেলা সংসদ মশাল মিছিল বের করার কর্মসূচি গ্রহণ করে যা পুলিশের বাধা দেয়ার কারণে অনুষ্ঠিত করা যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু ও সাধারণ সম্পাদক সম্পা দাস। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ন্যায় সঙ্গত আন্দোলনে পুলিশ বরাবরই আন্দোলন দমনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যার কারণে পুলিশের কার্যক্রম জনগণ ঘৃণার চোখে দেখে। সারাদেশে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা অবৈধ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস যাচাই করে পুলিশের দুর্নীতিপরায়ণ কার্যক্রম উন্মোচন করেছে। আজকের মশাল মিছিলে বাধা দিয়ে পুলিশ যে জঘন্য দৃষ্টান্ত দেখিয়েছে আগামীর আন্দোলনে ছাত্রসমাজ তা প্রতিহত করবে। 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনে নৌ মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ সহ নয় দফা বাস্তবায়নে ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সাথে  আন্দোলন চালিয়ে যাবে। 

Comments