আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. এ. কে আজাদ আজ সন্ধ্যায় নগরীর নাজির মহল্লাস্থ দলীয় কার্যালয়ে বরিশালের বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে মত বিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র, প্রেস শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন, বরিশাল দোকান কর্মচারী ইউনিয়ন, স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সভাপতি স্বপন দত্ত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাড. এ. কে আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের বরিশাল জেলার সভাপতি এম এ জলিল, প্রেস শ্রমিক ইউনিয়নের বরিশাল জেলা সভাপতি বাবুল হাওলাদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক সম্পা দাস, বস্তিবাসী ইউনিয়নের সভাপতি কমরেড নূর হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল তাঁর বক্তব্যে বলেন, তাঁরা সব সময়ই নির্বাচনে শ্রমিক শ্রেণির প্রতিনিধিদের সমর্থন দিয়েছেন, এবং ভবিষ্যতেও দিবেন। তিনি বলেন, এ কে আজাদ বরিশালে ৪০ বছর ধরে শ্রমিক শ্রেণির রাজনীতি করছেন। তাঁর পাশে ইমারত শ্রমিক ইউনিয়ন সব সময় থাকবে। প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, বরিশালের শ্রমিকশ্রেণি গত ৪০ বছরে তাঁদের প্রতিটি প্রয়োজনে এ কে আজাদ সাহেবকে পাশে পেয়েছে। এই সত্য কথাটি বরিশালের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তিন জন সদস্য হলেন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি স্বপন দত্ত, এবং প্রেস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোখানু।
আগামী ৩০ জুলাই বরিশাল শহরে সিটি নির্বাচন। এই সিটি নির্বাচনকে ঘিরে বরিশালে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিচ্ছে কমিউনিস্ট পার্টি। তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রথমেই থাকছে, বস্তিবাসীদের স্থায়ী আবাসনের নিশ্চয়তা দেয়া।
Comments
Post a Comment