নৌ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে সিপিবি বরিশাল জেলা নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভব্য মেয়র প্রার্থী এ্যাড. এ কে আজাদ আজ সকালে নৌ যান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে নৌ যান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম খোকন, যুব ইউনিয়ন জেলা কমিটির সদস্য বিপ্লব দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী মোর্তজা সাকিব প্রমুখ।
মতবিনিময় সভায় কথা বলছেন এ্যাড. একে আজাদ । ছবি: দর্পণ 

মতবিনিময় সভায়, একে আজাদ বলেন, তিনি বরিশালে ৪৫ বছর যাবৎ শ্রমিকশ্রেণির রাজনীতি করছেন। তিনি মেয়র পদে বিজয়ী হলে বরিশালে শ্রমিকদের অধিকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
এসময় নৌ যান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কেডিসি বালুর মাঠ এলাকায় দোকানীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এ্যাড. এ কে আজাদ । ছবি: দর্পণ

মতবিনিময় শেষে তাঁরা নগরীর কেডিসি বালুরমাঠ এলাকায় বস্তিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থানীয় সিপিবি কর্মীরা তাঁদের সাথে অংশ নেন। একে আজাদ বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে, সবার আগে বস্তিবাসীদের বাসস্থানের স্থায়ী বন্দোবস্ত করবেন।

এ্যাড. একে আজাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি এবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে কাস্তে মার্কায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন।

Comments