তোমার গর্ভেই জন্মেছিল বিশ্ব কবি রবি
তোমার বুকেই এঁকেছিল শ্যামলিমা ছায়াছবি।
অগ্নি নিয়ে এসেছিল বিদ্রোহী নজরুল
ব্রিটিশের বুকে থাবা বসাতে করেনি সে ভুল।জীবনানন্দ, অতুল প্রসাদ আরো কতনা গুনি
তুমি যে মা রত্নগর্ভা সোনার চেয়েও দামি।
মধুসূদন, বিদ্যাসাগর কিংবা কালিদাস,
তোমার কোলেই নিয়েছিল সুখের নিঃশ্বাস।
শরৎ, বঙ্কিম কিংবা প্রমথ তোমার ছায়ায় বসে,
লিখেছিল কত্তো কিছু সাক্ষী ইতিহাসে।
জসিম উদ্দীন, হুমায়ূন আর সুনিলের মতো ছেলে
তোমার দুগ্ধ পান করে উঠেছিল বেড়ে।
কামিনী, রোকেয়া, সুফিয়া কামাল কিংবা প্রীতিলতা
বিশ্ব বুকে ছড়িয়ে দিল তোমার গুনের কথা।লালন,কিংবা রাধারমণ বাঙলা গানের পাখি
জয়নুল,অবন এঁকেছিল তোমার মুখচ্ছবি।
হেমন্ত, জগন্ময় মগ্ন ছিলো তোমার গানের সুরে,
তাই বুঝি গেয়েছিল "তুমি আজ কতো দূরে"
তোমার কথা লেখার মতো কাগজ কলম নেই
তাইতো আমি তোমারাই সুরে বাঙলার গান গাই।
তুমি আমার জন্মভূমি রত্নগর্ভা মা
তোমারই সন্তান হয়ে একটা বাসনা
জন্ম নিক তোমার গর্ভে আবার ক্ষুদিরাম,
অভিমান ভাঙো মাগো,দাওগো মহা পুরুষ
তোমার গর্ভে জন্ম নেবে শুধুই " মানুষ"।
রাহুল দাস
[ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ]

Comments
Post a Comment