আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার আয়োজনে বরিশালের নাজির মহল্লার মুখে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু, সাধারণ সম্পাদক সম্পা দাস, বস্তিবাসী ইউনিয়নের নেতা কমরেড নূর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, প্রমুখ।
![]() |
| আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক সম্পা দাস |
আলোচনায় বক্তারা নারীদের উপর সকল শোষণ, বঞ্চনার অবসান ঘটানোর দাবি জানান। এছাড়া নারী শ্রমিকদের পর্যাপ্ত ছুটি, নির্দিষ্ট কর্মঘণ্টা, ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা চালুর দাবি জানান।
আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা বের হয়। নাজির মহল্লা থেকে শুরু হয়ে সদর রোড হয়ে আবার নাজিরমহল্লার মুখে এসে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় নারী ইউনিয়ন ট্রেড ইউনিয়িনের নেতাকর্মী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যান্য গণসংগঠন সমূহের নেতা কর্মীরা অংশ নেন।
দর্পণ প্রতিনিধি

Comments
Post a Comment