কমিউনিস্ট পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন কমরেড রফিকুজ্জামান লায়েক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ বিকেলে তাঁদের জেলা কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিক লায়েক, এবং বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যড. এ কে আজাদ। আলোচনা সভায় বক্তারা দেশ ও বিশ্বের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

একে আজাদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে এক হতে হবে। আওয়ামীলীগ এখন আর মুক্তিযুদ্ধের শক্তি নাই। তারা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে হেফাজতে ইসলামের মত সাম্প্রদায়িক দলের সাথে আঁতাত করছে। এই সময়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে একটি বাম বিকল্প শক্তি গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে তিনি সবাইকে কমিউনিস্ট পার্টির ছাতার তলায় আহ্বান জানান।

কমরেড লায়েক বাংলাদেশের উন্নয়ন নিয়ে বলেন, দেশের পকেট ওয়ালাদের পকেট উন্নত হলেও, উন্নত হয়নি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান। তিনি বলেন, মেডিকেল কলেজগুলোতে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিলে দেখা যাবে নগন্য পরিমানে কৃষক মজুরের সন্তান সেখানে পড়াশুনা করছেন। কারণ উচ্চশিক্ষা এখন বানিজ্যিকীকরণ হয়ে গেছে। সেখানে দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশুনার ক্ষমতা নাই।
তিনি বলেন, উন্নয়নের মহাসড়কের নামে দেশ লুটপাটের মহাসড়কে হাঁটছে। এ সময় তিনি বলেন, এশিয়ার যেকোন দেশের চেয়ে আমাদের দেশে সড়ক তৈরির খরচ বেশি, অথচ মান সর্বনিম্ন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, ভারত ও চীনের সাথে আমাদের সম্পর্ক খারাপ না। অথচ নিজেদের স্বার্থে তারা কোন রোহিঙ্গার দায়ভার নিতে চায়নি। নেয়ওনি।

তিনি দেশের সংকটময় মুহূর্তে একটি বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে প্রশ্নোত্তর পর্ব হয়। এতে কর্মীদের ককরা প্রশ্নের জবাব দেন কমরেড রফিক লায়েক। কর্মী সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির প্রায় অর্ধশতাধিক কর্মী অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সভাপতি একে আজাদ।

Comments