সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর সংসদ। শনিবার নগরীর জেলখানার মোড়ে ইলিশ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর সংসদের সভাপতি নুসরাত জাহান মিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস রাহুল, সহ সভাপতি কিশোর কুমার বালা, সহ সভাপতি জাহাঙ্গীর আলম জামাল, বরিশাল মহানগর সংসদের সহ সাধারণ সম্পাদক সুপর্ণা সাধু , কোষাধ্যক্ষ তন্দ্রা ঘরামি শিখা, সাবেক সভাপতি নওশাদ ফাহিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, কোন হুমকিতে ভয় পেয়ে ছাত্র ইউনিয়ন তার লড়াই সংগ্রাম বন্ধ করবেনা। অতীতেও ছাত্র ইউনিয়ন বিভিন্ন হুমকি, হামলা মাথায় নিয়ে তার সংগ্রাম চালিয়ে গেছে, এবং ভবিষ্যতেও ছাত্র ইউনিয়ন তার এই ধারা অব্যাহত রাখবে। বক্তারা বলেন, শুধু মেহেদি হাসান নোবেল কিংবা ফয়েজ উল্ল্যাহ না, আমাদের প্রত্যেকের ওপরেই এই রাষ্ট্র অলিখিত হুমকি জারি করে রেখেছে। আমরা কেউ এই রাষ্ট্রে নিরাপদ না, প্রতি মুহূর্তে আমরা নিজের, স্বজনদের, প্রাণের শঙ্কা নিয়ে ঘুরে বেড়াই। অতীতেও রাষ্ট্রের সংকটকালীন সময়ে ছাত্ররা যেভাবে সংকট দূর করতে উদ্যোগী হয়েছে, সংগ্রাম করেছে, ছাত্র ইউনিয়ন ও দেশের এই সংকটকালীন মুহূর্তে তার ঐতিহাসিক দায় পালন করে যাবে। কোন হুমকি দিয়ে ছাত্র ইউনিয়নের এই সংগ্রাম দমিয়ে রাখা যাবেনা।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ সভাপতি ফয়েজ উল্ল্যাহ, ঢাকা মহানগর সংসদের সভাপতি জহর লাল রায়, কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাজির আমিন চৌধুরী জয়, এবং ঢাকা জেলা সংসদের সহ সভাপতি আরিফুল ইসলাম সাব্বিরের নামে ডাকযোগে আব্দুল হালিম নামে এক ব্যক্তি হুমকি দিয়ে চিঠি পাঠায়। এতে লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দকে বেরিয়ে যেতে, তারা সেখানে ইসলাম প্রচার করবে। শনিবার বিকালে এ ব্যাপারে শাহবাগ থানায় আইনি ব্যবস্থা নেয় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ।

Comments
Post a Comment