বরিশালের বিশিষ্ট সংস্কৃতিজন, সাবেক কমিউনিস্ট নেতা নিখিল সেন না ফেরার দেশে চলে গেছেন আজ দুপুরে। আজ বিকাল ৪ টায় তাঁর মরদেহ অমৃত লাল দে মহাবিদ্যালয়ে রাখা হবে, কাল সকাল ১০ টায় অশ্বিনীকুমার হল চত্বরে, দুপুরে বরিশাল প্রেসক্লাবে এবং সন্ধ্যায় উদীচী বরিশাল জেলা সংসদ কার্যালয়ে নেয়া হবে।
![]() |
| নিখিল সেনের মরদেহ |
![]() |
| নিখিল সেনের মরদেহের পাশে তাঁর স্বজনেরা |
![]() |
| নিখিল সেনের জীবনে পাওয়া বিভিন্ন পদক |
![]() |
| ২০১৫ সালে নিখিল সেন ভূষিত হন জীবনানন্দ দাশ পদকে |
![]() |
| আজ বিকাল ৪ টায় নিখিল সেনের মরদেহ নেয়া হবে অমৃত লাল দে মহাবিদ্যালয়ে, এজন্য চলছে প্রস্তুতি |
![]() |
| নিখিল সেনের মৃত্যুতে অমৃত লাল দে মহাবিদ্যালয়ে ভিড় জমিয়েছেন বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা |






Comments
Post a Comment