শিক্ষার্থীদের দাবি আদায়ের লড়াই জারি রাখতে শিক্ষার্থীদের জন্য ছাত্রসংগঠন অপরিহার্য। কখনো কখনো শিক্ষার্থীদের সেসব লড়াই হয়ে ওঠে গণমানুষের লড়াই। যেমন, একুশে ফেব্রুয়ারি। বাহান্ন'র সূর্যবিস্ফোরণের এই দিনে, দেশের সমস্ত রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা যেখানে ১৪৪ ধারা ভাঙতে চাননি, সেখানে ছাত্ররাই সিদ্ধান্ত নিয়েছিল ১৪৪ ধারা ভাঙার। এভাবেই ছাত্রদের হাত ধরেই নির্মিত হয়েছিল একটি জাতির ভিত্তিপ্রস্তর।
বায়ান্ন'র সেই আগুনঝরা দিনগুলোর মধ্য দিয়েই জন্ম হয়েছিল ছাত্র ইউনিয়নের। প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, শিক্ষাব্যবস্থার জন্য ছাত্র ইউনিয়ন তাঁর লড়াই জারি রেখেছে। আমাদের দেশে কয়েকধারার শিক্ষাব্যবস্থা চালু রয়েছে (যেমন : ইংলিশ মিডিয়াম, ক্যাডেট কলেজ, সরকারি স্কুল, আধা সরকারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ইত্যাদি)। যার যত বেশি অর্থ সে তত উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারে। ফলে সমাজের ধনিক শ্রেণির মধ্য দিয়েই আমাদের সামনের দিনের উচ্চশিক্ষিত প্রজন্ম বেড়ে উঠছে, যারা সামনের দিনে এই দেশকে নেতৃত্ব দেবে, এই দেশ পরিচালনা করবে। কিন্তু ছাত্র ইউনিয়ন চায়, একজন গার্মেন্টস মালিকের সন্তান যে শিক্ষা পায়, ওই একই মানের শিক্ষা একজন গার্মেন্টস কর্মীর সন্তানও পাক। গার্মেন্টস মালিকের সন্তানই শুধু সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মত করে প্রস্তুত না হোক, একজন গার্মেন্টস শ্রমিকের সন্তানও সামনের দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মত করে প্রস্তুত হোক। এ কারণেই এইসব নানামুখী শিক্ষাব্যবস্থার বিপরীতে ছাত্র ইউনিয়ন একটি এক ধারার শিক্ষাব্যবস্থা দাবি করে । যেখানে রাষ্ট্র তার সকল নাগরিকের শিক্ষার দায়িত্ব গ্রহণ করবে। যেখানে পরীক্ষায় পাশ করার জন্য গৎবাঁধা সূত্রের চেয়ে মানুষ হওয়ার শিক্ষা বেশি প্রাধান্য পাবে।
এমন শিক্ষাব্যবস্থা দাবি করার পাশাপাশি ছাত্র ইউনিয়ন মনে করে, আমাদের প্রচলিত সমাজব্যবস্থায় এমন একটি শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য দরকার এমন একটি সমাজব্যবস্থা যেখানে ধনী গরীবের কোন বৈষম্য থাকবেনা। এমন শোষণ বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইও তাই ছাত্র ইউনিয়ন চালিয়ে যাচ্ছে অবিরাম। এভাবেই ছাত্র ইউনিয়ন ছাত্রসংগঠন হয়েও তাঁর লড়াই হয়ে উঠেছে গণমানুষের লড়াই।
মুক্তির সূর্য ছিনিয়ে আনার এই লড়াইয়ে আপনাকে ছাত্র ইউনিয়ন জানায় সাদর আমন্ত্রণ। নীল পতাকাতলে আপনার অংশগ্রহণই বলে দেবে সুদিন আপনার কতটা কাছাকাছি।

Comments
Post a Comment