হারিয়ে গেছে স্মৃতির বেসাত,
অনেক ভিড়ে হারিয়ে গেছে।
বুকের পটে, স্মৃতির ক্ষতে,
সেই ছবিটা জেগে আছে।
হারিয়ে গেছে ছেলেবেলা,
দামাল কৈশোর হারিয়ে গেছে,
সাধের যৌবন রঙের মহল,
কালের থাবায় নীল হয়েছে,
একে একে সকল স্বজন,
জীবন থেকে হারিয়ে গেছে,
ফুরিয়ে যায় সব আয়োজন,
অচিন পাড়ের ডাক এসেছে।
তানজিলা উম্মি শারিকা

Comments
Post a Comment