আত্মার হত্যা = আত্মহত্যা



সাকিবুল ইসলাম রাব্বি

আত্মার ভেতরে একদিন
আত্মহত্যা করলাম আমি।
সশব্দে গড়িয়ে পড়ে নিই কোনো নোনাজল,
নিঃশব্দে কেউ ভাবেনি আমার বেঁচে থাকার সময়কাল।

পবিত্র কাঠে তৈরী কোনো কফিন হয়ে ওঠে নিই আমার,
ধর্মীয় বাণি পৌঁছে দেয় নিই কেউ আমার কানে।

পেপার ওয়েটে চাপা দিয়েছিলাম আত্মাটিকে,
আত্মার ভেতরেই দাফন আমার দেহের।
ফেলেনি কেউ আক্ষেপ,দীর্ঘশ্বাস ।
শুধু খসে পড়েছে বজ্রপাতের মতো
ব্যক্তিগত ডায়রির ঊনআশিটি পৃষ্ঠা,
আর তাঁরপর-ই আত্মার ভেতরেই আমার আত্মহত্যা।



দর্পণে প্রকাশিত অন্যান্য কবিতা পড়ুন


Comments