![]() |
| নির্বাচন বাতিলের দাবিতে আজ অশ্বিনীকুমার হল চত্বরে বাম গণতান্ত্রিক জোট অবস্থান কর্মসূচি পালন করে |
নিজস্ব প্রতিবেদক
নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ আজ মহাত্মা অশ্বিনীকুমার হল চত্বরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ত্রিশ মিনিট তাঁরা এ কর্মসূচি পালন করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এই প্রথম কোন রাজনৈতিক জোট প্রকাশ্যে নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করল।
বাম গণতান্ত্রিক জোটের আজকের কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা সভাপতি এ্যাড. একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা জলিল, নৃপেন্দ্রনাথ বাড়ৈ, গণসংহতি আন্দোলনে বরিশাল জেলা সমন্বয়ক হারুন উর রশিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক সম্পা দাস, সহ সভাপতি জাহাঙ্গীর আলম জামাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার আহ্বায়ক নবীন রহমান, প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচি
কেন্দ্রীয় কর্মসূচি


Comments
Post a Comment