শ্রদ্ধায়, ভালবাসায় সুফিয়া ইসলামকে বিদায়

ভাষা সংগ্রামী, সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড নুরুল ইসলাম মুন্সীর সহধর্মিণী আজীবন কমিউনিস্ট কমরেড সুফিয়া ইসলাম ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার রাত ১১টায় ঢাকায় মুগ্ধা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সুফিয়া ইসলাম

আজ বিকাল ৪ টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় নবগ্রাম রোডের শামসু মিয়ার গ্যারেজে তাঁর বাসভবন সংলগ্ন মসজিদে। জানাজার আগে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সভাপতি একে আজাদ সহ অন্যান্য নেতাকর্মীরা তাঁর মরদেহে কমিউনিস্ট পার্টির পতাকা জড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ সুফিয়া ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ  শিক্ষক সমিতি, মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
ছাত্র ইউনিয়নিয়ন বরিশাল জেলা সংসদের শ্রদ্ধা নিবেদন 

জানাজার আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাড. একে আজাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, কমরেড সুফিয়া ইসলাম একজন আজীবন বিপ্লবী ছিলেন। নারীমুক্তি আন্দোলনে তাঁর অবদান ভুলে যাওয়ার মত নয়।

সুফিয়া ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক সম্পা দাস, কোষাধ্যক্ষ নুসরাত জাহান মিম, বরিশাল কলেজ সংসদের আহ্বায়ক মলয় সাহা, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আহ্বায়ক নবীন আহমেদ, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা শাখার সভাপতি খাদিজা বেগম বিনতা, সাধারণ সম্পাদক জ্যোছনা বেগম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মনির মুন্সী, তুষার সেন প্রমুখ।

জানাজা শেষে সুফিয়া ইসলাম কে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

Comments