বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি বরিশাল কলেজ সংসদের প্রথম কলেজ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। সরকারি বরিশাল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০ টায় এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সহ সভাপতি প্রদীপ বর্মণ।
২০১৮ সালের ২৬ মার্চ আহ্বায়ক কমিটি গঠনের পর এই মাসে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্র ইউনিয়ন বরিশাল কলেজ সংসদ। এই সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সরকারি বরিশাল কলেজে প্রথমবারের মত ছাত্র ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হতে যাচ্ছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশন ২১ জানুয়ারি দুপুরে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ছাত্র ইউনিয়ন বরিশাল কলেজ সংসদের আহ্বায়ক মলয় সাহা বলেন, বরিশাল কলেজ ক্যাম্পাস নানা সমস্যায় জর্জরিত, এই সমস্যা থেকে উত্তরণের দাবি থাকবে এই সম্মেলনে। ক্যাম্পাসে আবাসন সংকট দূর করে হল নির্মাণ করা, পরিবহণ সংকট দূর করা, ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা, জেলায় জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত ক্যাম্পাস চালু করা, ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানানো হবে এই সম্মেলনে। কলেজ সংসদের যুগ্ম আহ্বায়ক আলী মোর্তজা সাকিব বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ্যে সরকারি বরিশাল কলেজে বাম ধারার ছাত্র রাজনীতি প্রবেশ করতে যাচ্ছে। আমরা চেষ্টা করব এই সম্মেলনের বার্তা ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে। ছাত্র ইউনিয়ন এর সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমিটি গঠিত হলে ছাত্র ইউনিয়ন ই হবে বরিশাল কলেজের একমাত্র ছাত্র সংগঠন, যার পূর্ণাঙ্গ কমিটি আছে। ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পূর্নাঙ্গ কমিটি নেই।
মেলেনি মিলনায়তন ব্যবহারের অনুমতি
ছাত্র ইউনিয়ন এর এই প্রথম কলেজ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সরকারি বরিশাল কলেজের মহাত্মা অশ্বিনীকুমার দত্ত মিলনায়তনে। তবে ছাত্র ইউনিয়নকে মিলনায়তন ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়নি কলেজ প্রশাসন। কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বরিশাল কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি নেই। তবে ক্যাম্পাসের মাঠে ছাত্র সংগঠনরা চাইলে সমবেত হতে পারে।
অনেক শর্তে বন্দী সম্মেলন
এই প্রথমবারের মত ছাত্র ইউনিয়ন এর সম্মেলন হতে যাচ্ছে সরকারি বরিশাল কলেজে। তবে সম্মেলনে বাজবেনা কোন সাউন্ড সিস্টেম, ক্যাম্পাস সাজবেনা রঙিন সাজে। মাঠে সম্মেলনের মৌখিক অনুমতি দিলেও দিয়ে দেয়া হয়েছে বেশ কিছু শর্ত। ছাত্র ইউনিয়ন সম্মেলনকে ঘিরে কোন শোডাউন করতে পারবেনা, সম্মেলনের দিন কোন মিছিল করা যাবেনা, কোন সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবেনা, কোন সাজসজ্জা করা যাবেনা, সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানিয়েছেন, বরিশাল কলেজ ছোট ক্যাম্পাস হওয়ায় এখানে রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে চাপের মুখে থাকেন তাঁরা। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাড়া কোন সংগঠন এখানে কোন কর্মসূচি পালন করলে তাঁদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ছাত্র ইউনিয়ন বরিশাল কলেজ সংসদ এইসব শর্ত মেনে নিয়েই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।

Comments
Post a Comment