সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বরিশালে ছাত্র ইউনিয়ন এর আলোক প্রজ্জ্বলন





শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে ৭ টা ৩১ পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের উদ্যোগে অশ্বিনীকুমার হল এর সামনে রমিজউদ্দিন ক্যান্টঃ কলেজের দুই শিক্ষার্থী সহ এ যাবৎকালে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষদের স্মরণে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা জেলা সংসদের সদস্য ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত খান। আলোক প্রজ্জ্বলনে উপস্থিত সকলের বক্তব্য এই যে, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে যা চাইলেই সমাধান করা যায় এবং তা শিক্ষার্থীরা ইতিমধ্যেই করে দেখাচ্ছে। ছাত্র ইউনিয়ন "নিরাপদ সড়ক চাই" আন্দোলনে সম্পূর্ণ সংহতি প্রকাশ করে। সরকার ইতিমধ্যেই যে দাবি মেনে নেয়ার আশ্বাস দিচ্ছে তা ছাত্র সমাজের কাছে বিশ্বাসযোগ্য নয় এর কারণ এর পূর্বে বিভিন্ন সময়ে ছাত্র স্বার্থের প্রায় সকল আন্দোলনে সরকার প্রদত্ত আশ্বাস পরে বাস্তবায়িত হয়নি। আর বেহায়া মন্ত্রী শাহজাহান খান মন্ত্রীত্বে থাকাকালীন কোন আশ্বাসে ছাত্র সমাজ আস্থা রাখেনা। [প্রেস বিজ্ঞপ্তি] 

Comments