কারামুক্ত বাসদ নেতাকর্মীদের সংবর্ধনা

বরিশালে সদ্য কারামুক্ত বাসদ নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে সিপিবি বাসদ গণতান্ত্রিক বামমোর্চা, বরিশাল জেলা। আজ সকালে নগরীর সিটি কলেজে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কারামুক্ত নেতাকর্মীরা তাঁদের জেলের অভিজ্ঞতা বর্ণনা করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন বলেন, মে দিবসের দিন তাঁরা কারাগারের কয়েদীদের শ্রমিক আন্দোলনের ইতিহাস, ও মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু কারা প্রশাসন তা করতে দেয়নি। গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে মানুষ তাঁদের মুক্তির দাবিতে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছেন, এজন্য কৃতজ্ঞতা জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিপিবি বাসদ গণতান্ত্রিক বাম মোর্চার নেতা কর্মীরা। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার আহ্বায়ক নবীন আহমেদ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, আমাদের দেশের উন্নয়নের চাবিকাঠি যেই শ্রমিক, সেই শ্রমিকরাই সবচেয়ে বেশি নির্যাতিত আজ। ব্যাটারি চালিত রিকশা এক সময় সিটি কর্পোরেশন অনুমোদন দিয়েছে , সেই সিটি কর্পোরেশনই এখন ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায়। বক্তারা ভুখা মিছিল থেকে অন্যায়ভাবে নেতৃবৃন্দকে গ্রেফতার করার নিন্দা ও প্রতিবাদ জানান।

বাসদের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশে শ্রমিকদের পক্ষে একমাত্র বাসদই দাঁড়িয়েছে বারবার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শুধু বাসদ নয়, বাংলাদেশের শ্রমিকশ্রেণির রাজনীতি যে দলগুলো করে , তাঁরা প্রত্যেকেই বারবার শ্রমিকদের দাবী নিয়ে রাজপথে দাঁড়িয়েছে।
বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু। ছবি: আফসান আহমেদ রেজভী

সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল, বরিশাল নগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ব্যাটারিচালিত অটো রিকশার লাইসেন্স নবায়নের দাবিতে ভুখা মিছিল ছিল। সেই মিছিল থেকে গ্রেফতার করা হয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাসদের বরিশাল শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী সহ ৬ জন নেতাকর্মীকে।

Comments