সিপিবি বরিশাল জেলা কমিটির তীব্র নিন্দা ও ক্ষোভ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যড. এ কে আজাদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এক বিবৃতিতে মুন্সীগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক, কবি, ও প্রকাশক, কমরেড শাহজাহান বাচ্চুকে গতকাল সন্ধ্যা ৬ টায় তাঁর বাসার সামনে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করায় গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং একজন লেখক ও কবির জীবনের নিরাপত্তা দিতে ব্যার্থ হওয়ায় নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করেন।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব দেওয়ান আব্দুর রশিদ নিলুর মাতা মফিজা খাতুনের (১০০) মৃত্যুতে শোক :
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব দেওয়ান আব্দুর রশিদ নিলুর মাতা মফিজা খাতুনের (১০০) মৃত্যুতে সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড. এ কে আজাদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেন। এবং তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেন।

Comments