ছাত্র ইউনিয়নের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উদ্বোধন ঘোষণা করছেন প্রাবন্ধিক আবুল মোমেন

৬৬ বছরে পদার্পণ করল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গত ২৬ এপ্রিল ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। এতে সারা দেশ থেকে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা অংশগ্রহণ করে। ছাত্র সমাবেশের উদ্বোধন করেন প্রাবন্ধিক ও গবেষক আবুল মোমেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ।
সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য প্রদক্ষিণ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের মিছিল

সাংস্কৃতিক ইউনিয়নের পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও পরে ছাত্র ইউনিয়ন সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। এরপর আবুল মোমেন, আনু মুহাম্মদ ও পরে কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ বক্তব্য রাখেন।
শোভাযাত্রা 

সমাবেশ শেষে অপরাজেয় বাংলা থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এসে শেষ হয়। এতে সারাদেশ থেকে আগত বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Comments