![]() |
| বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সহ সভাপতি ও ব্রজমোহন কলেজ শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম জামাল |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, সংকট ও এর থেকে উত্তরণের পথ খোঁজার লক্ষ্যে গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এ আর রহমান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 'জাতীয় বিশ্ববিদ্যালয় কনভেনশন' অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলো থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শিক্ষার দর্শন নিয়ে প্রথমে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। তিনি শিক্ষা নিয়ে বিভিন্ন দার্শনিকদের দর্শন তুলে ধরেন। শিক্ষার দর্শন নিয়ে আলোচনার মাধ্যমে কনভেনশনের প্রথম অধিবেশন শেষ হয়।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যাফেটেরিয়ায় আগত প্রতিনিধিরা দুপুরের খাবার গ্রহণ করেন।
কনভেনশনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩ টায়। এই অধিবেশনে বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এই অধিবেশনে উপস্থিত ছিলেন শিক্ষা বার্তার সম্পাদক রাশেদা বেগম। কনভেনশনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কনভেনশন শেষ হয়। কনভেনশন সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী।

Comments
Post a Comment