কমিউনিস্ট পার্টির ৭০ বছর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ।  এ উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যেগে গতকাল তাঁদের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সভায় সংগঠনটির ইতিহাস, ঐতিহ্য, প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি এ্যড. এ কে আজাদ, বরিশাল মহানগর শাখার সভাপতি এস এম মানিক,  সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র, এবং পার্টির বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মীরা।  বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে কমিউনিস্ট পার্টির অবদান জড়িয়ে আছে। এসময় তাঁরা বর্তমান সময়ের পার্টির নানা সংকটের কথা তুলে ধরেন। সভাটি বিকাল সাড়ে চারটায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬ টায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর কমিটির সভাপতি এস এম মানিক।

নারী দিবসের আয়োজন :  ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম গণসংগঠন বাংলাদেশ নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আগামিকাল বিকেলে নগরীর নাজির মহল্লার মুখে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে । এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সভাপতি খাদিজা বেগম বিনতা।

দর্পণ প্রতিনিধি 

Comments