মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বরিশালে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে বরিশালে আজ সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের অশ্বিনীকুমার হল থেকে শুরু হয়ে বিবিরপুকুর হয়ে চকবাজার ও কাঠপট্টি রোড প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলে এসে শেষ হয়।
মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের  (মার্ক্সবাদী) নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সমাপনী সমাবেশে সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু।
দর্পণ প্রতিনিধি

মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার বিস্তারিত : http://m.prothomalo.com/bangladesh/article/1442891/
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন দীপঙ্কর কুণ্ডু।  [ছবি: আবীর ]

Comments