কমরেড নূরুল ইসলাম মুন্সীকে স্মরণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী, আজীবন সংগ্রামী কমরেড নূরুল ইসলাম মুন্সির ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল  মহানগর কমিটির  উদ্যোগে জেলা কার্যালয়ে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর সংসদের সভাপতি এস এম মানিক।
বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম খোকন 

কমরেড নুরুল ইসলাম মুন্সীর স্মরণসভায়  তাঁকে স্মরণ করে তাঁর স্মৃতিচারণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য হায়দার শরীফ, মহানগর কমিটির সাবেক সম্পাদক মনিন্দ্রনাথ তালুকদার, মহানগর কমিটির সভাপতি এস এম মানিক। এছাড়াও স্মরণসভায় শোক প্রকাশ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপঙ্কর কুণ্ডু, ও বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম খোকন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোছনা বেগম সহ অন্যান্য গণসংগঠন সমূহের নেতাকর্মীরা।

এস এম মানিকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা কমরেড নূরুল ইসলাম মুন্সীর সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে তাঁর জীবন থেকে নেয়া শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তা ব্যাক্ত করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর কমিটির সভাপতি এস এম মানিকের সভাপতিত্বে সভাটি শেষ হয়।

দর্পণ প্রতিনিধি 

Comments