আমার ভাষা

ভাষা আজ আমার ভাষা নেইতো,
নেইকো ভাষার প্রাণ,
বাংলা ভাষা ভুলছি মোরা,
ইংরেজি মহান।

ভাষার তরে সালাম, বরকত,
বলি দিল প্রাণ,
বৃথা সত্যিই ভাষার ভাষার তরে,
তাঁদের রক্তদান।

ধিক তোমারে ধিক বাঙালী,
ভুলছ বাংলা ভাষা,
বাংলা মায়ের সন্তান, তুমি,
কেমনে করো নিজের ভাষায় আশা!


মোঃ সবুজ বেপারী

Comments