ছাত্র সমাজের দর্পণ


একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালবাসা, আত্মপরিচয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। এ দিন, বাঙালির আত্মপরিচয়, ও স্বকীয়তাবোধের জাগ্রত চেতনা থেকে উৎসারিত একটি দিন। মহান একুশের চেতনা থেকেই উন্মেষ ঘটেছিল বাঙালী জাতীয়তাবাদের। একই সাথে ভাষা আন্দোলনের সময়ে, সময়ের প্রয়োজন থেকেই জন্ম নেয় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যার নাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

'বায়ান্নর সূর্য বিস্ফোরণের এই দিনের ৬৬ তম বার্ষিকীর দিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি বরিশাল কলেজ সংসদের পক্ষ থেকে প্রথমবারের মত প্রকাশিত হলো, মাসিক পত্রিকা 'দর্পণ'। দর্পণ সব সময়ে ছাত্র সমাজের প্রতিচ্ছবি হয়ে থাকবে - এমন কথা রইল।

ভাষা আন্দোলন পরবর্তী বাঙালীর সকল স্বাধিকার আদায়ের আন্দোলনগুলোয় বায়ান্নর প্রেরণা কাজ করেছে, এই আন্দোলনগুলোয় সামনের সারিতে থেকেছে ছাত্র ইউনিয়ন। বাংলাদেশের ইতিহাস আর ছাত্র ইউনিয়নের ইতিহাস একই সূতোয় গাঁথা থাকবে  সেইসব ইতিহাসের কথা আমরা ক্রমান্বয়ে প্রকাশ করব।

গত মাস প্রগতিশীল ছাত্র জোটের যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলা চালিয়েছে  ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। এতদিন পেরিয়ে যাওয়ার পরেও এর কোন সুরাহা তো হয়নি, বরং এর প্রতিবাদী কর্মসূচিতে নানাভাবে বাঁধা দেয়ার চেষ্টা চালানো হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেসব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেসব সংকট এবং এইসব সংকট থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা দর্পণের পাতায় সব সময় থাকবে।

জগতের বড় বড় সব কাজের শুরুটা হয়েছে কথায় কথায় কিংবা নিতান্ত আড্ডাচ্ছলে। দর্পণের পেছনের গল্পও অনেকটা সেরকম। গত কয়েকদিন দর্পণ প্রকাশের পেছনের যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে সর্বাত্মক সহায়তা করে গেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

দর্পণ এগিয়ে যাক সদর্পে, একই সাথে ভাষা আন্দোলনের চেতনার রঙ ছড়িয়ে যাক সকলের অন্তর থেকে অন্তরে।

Comments