Posts

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত পুকুর সংরক্ষণের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক বরিশালের রূপকার মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নিজ বাসভবনে নির্মিত  সরকারি বরিশাল কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্তের খনন করানো পুকুরটি ভরাট করে ফেলার তোড়জোড় শুরু করেছে কলেজ প্রশাসন। ১৯৯১ সালে তথাকথিত 'উন্নয়নের' নামে এই কলেজে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে অবশিষ্ট অংশটিও ভেঙে ফেলা হয়। বর্তমানে একমাত্র এই পুকুরটিই প্রতিষ্ঠাতার স্মৃতি ধরে রেখেছে। একসময় এই পুকুর পাড়ে এবং অশ্বিনী দত্তের বাসভবন সম্মুখে  প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, মহাত্মা গান্ধী, সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও সুরেন্দ্রাথ ব্যানার্জীসহ শত মনিষীর পদভারে ধন্য হয়েছিল এই পুকুর ও বাসভবন চত্বর। এসব বিশিষ্টজনরা এই পুকুরের পানি ব্যবহার করেছেন। সেদিক থেকে এই পুকুরটি ইতিহাসের অনেক কিছুর স্বাক্ষী। তাই এই পুকুরটির একটি ঐতিহাসিক মূল্যও আছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি বরিশাল কলেজ সংসদের সভাপতি আলী মোর্তজা সাকিব এবং সাধারণ সম্পাদক অয়ন সরকার সুমন এক যৌথ বিবৃতিতে  বলেন, "মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত এই পুকুর ...

ইচ্ছার আগুনে জ্বলছি

বাঁধ

জহির রায়হানের ‘একুশে ফেব্রুয়ারি’ ও আমাদের আফসোসের গল্প

ধর্মীয় মৌলবাদ বনাম বাঙালীর সংস্কৃতি